সওদা ফাউন্ডেশন
সওদা ফাউন্ডেশন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মূলত নারীর উদ্যোক্তাদের মানসিক চাহিদাগুলো পূরণের সাথে সাথে আর্থিক উন্নয়নের সুযোগ আছে। যারা ঘরে বসে কিছু করতে চান, চাকরি করার সুযোগ নেই, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে তাদেরকে অনলাইনের মাধ্যমে ক্ষেত্র-বিশেষে অফলাইনে বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে। তাদের প্রোডাক্ট সেলিং, বিজনেস স্টার্ট-আপ করার আইডিয়া তাদের পণ্য প্রদর্শন, তাদের মার্কেটিং প্রমোশনের ব্যবস্থা করে থাকে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে পণ্য প্রদর্শন করে, পণ্য সেল, বিভিন্ন ক্রিয়েটিভিটি প্রকাশ করে থাকে সওদা ফাউন্ডেশনের মাধ্যমে। সকল ধরনের সরকারি-বেসরকারি বিভিন্ন ট্রেনিংয়ের খোঁজখবর এবং সুযোগ এই ফাউন্ডেশনেরমাধ্যমে জানানো হয়। এছাড়া আমাদের এই ফাউন্ডেশন সদকা ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। সদকার মাধ্যমে আমরা মানুষের ভেতরে আত্ম-উন্নয়নশীল ও নীতি-বোধ জাগ্রত করার চেষ্টা করে থাকি। সওদা ফাউন্ডেশন কোন প্রকার পৃষ্ঠপোষকতা ছাড়া অনেক রকম প্রোগ্রাম, ইভেন্ট, ভর্তা পার্টি, পিঠা উৎসব, মেলা, বিরিয়ানি প্রতিযোগিতা, কেক প্রতিযোগিতা, সেরা পিঠা কারিগর, গামছা পণ্য দিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া প্রদর্শন করে চট্টগ্রামে তাক লাগিয়ে দিয়েছে। আমরা এমন একটি ফাউন্ডেশন যারা স্টার্ট-আপ লেভেলের উদ্যোক্তা ফান্ডের অভাবে বিজনেস শুরু করতে পারছে না তাদের বিনা সুদে লোণ দিয়ে থাকে। শুধু তাদের বিজনেসটাকে স্টার্ট করা না, তাদেরকে ফলোআপ করা, মনিটরিং করার দায়িত্ব আমরা নেই, কোনো রকম শর্ত ছাড়া। আমরা লিডারশীপ তৈরি করি ও নতুনদের উদ্যোক্তা হতে সাহায্য করি। আমরা মনে করি যত বেশি লিডারশীপ হবে তত দ্রুত গতিতে ফাউন্ডেশন পরিচালিত হবে। সেজন্য আমরা লিডারশীপে বিশ্বাসী এবং আমরা একক ভাবে কোনোকিছু করার পক্ষপাতী নই, আমরা দলগত কাজ করতে বিশ্বাসী। কারন একতাই বল।