#প্রমোশন টিম অফ সওদা

#প্রমোশন টিম অফ সওদা

আসসালামু আলাইকুম

আজকে আমাদের গ্রুপ এর সাবস্ক্রাইবার ও উপদেষ্টা আপুকে নিয়ে কিছু কথা বলবো। আপুকে সবাই চিনেন।

আপু সকলের পরিচিত মুখ, বুজতে পারছেন হয়তো কোন আপুর কথা বলছি আমি। হ্যা Shahnama Azim আপু।

আপুর মিষ্টি হাসি অনেক বিমোহিত করে, আর আপুর সুন্দর কথা গুলো শুনলে মন ভালো হয়ে যায়।

আপু একটা সময় ঢাকায় থাকতেন,ঢাকায় স্কুল এ জব করতেন। পাশাপাশি আপুর উদ্যোগ ছিল কেক নিয়ে কাজ

করা। আপু কেক বানান অনেক সুন্দর করে, এবং আপুর পেইজ এর কেক গুলো অনেক মজা😋😋

না খেলে কখনো বুজবেন না। আপুর উদ্যোগ নেওয়া থেকে উদ্যোক্তা হওয়া সফল হয়েছে। আপুর একটি শপ আছে উৎসব সুপার মার্কেট এ। সবাই ঘুরে আসবেন অবশ্যই।

সাথে কেক ও কিনে আনবেন।

আপুর পেইজ নাম Urmee’s bakeshop, সবাই ভিজিট করবেন।

আপুর জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা ❤️❤️

অনার অফ

মিশুস আচার বাড়ি

Leave a Reply

Close Menu
×
×

Cart